প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠকটি শুরু হয়েছে।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে, আজ দুপুরে এক বার্তায় এনসিপি এই বৈঠকের ব্যাপারে অবহিত করে। ওই বর্তায় বলা হয়, নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে থাকবেন, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।



