মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার লাশ

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে খালেদা জিয়ার লাশ; সেখানে মানুষ শেষ শ্রদ্ধা জানাবেন এবং বাদ জোহর জাতীয় সংসদ ভবনের মাঠে জানাজা শেষে তাকে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার লাশ
মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছেছে খালেদা জিয়ার লাশ |সংগৃহীত

গুলশানে তারেক রহমানের বাসা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতোমধ্যে সেখানে জড়ো হয়েছেন।

আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকা-জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

আজ সকাল ৯টার পরে বেগম খালেদা জিয়ার লাশ এভারকেয়ার হাসপাতাল থেকে তার ছেলে তারেক রহমানের গুলশানের বাসভবনে নেয়া হয়। প্রাথমিকভাবে কথা ছিল, তার লাশ প্রথমে গুলশানে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেয়া হবে।

তারেক রহমানের গুলশানের বাসভবনে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান বেগম খালেদা জিয়াকে।