বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন; এ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়ন বৈধ এবং মুসলিম লীগের প্রার্থীরটি বাতিল হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া |ফাইল ছবি

বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। কিন্তু তার ইন্তেকালে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিয়ে এ ঘোষণা দেন।

এ আসনে মনোনয়নপত্র দাখিলকারী বিএনপি মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।