রোডম্যাপ কার্যকর করার আগেই আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার দাবি খেলাফত মজলিস

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যে রোডম্যাপ ঘোষণা দেয়া হয়েছে, তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে।

খেলাফত মজলিস
খেলাফত মজলিস |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপ কার্যকর করার আগেই আইনি ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

আজ বৃহস্পতিবার রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এই দাবি জানান খেলাফত মজদলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

ড. আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যে রোডম্যাপ ঘোষণা দেয়া হয়েছে, তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর পূর্বেই জাতীয় ঐক্যমতের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

তিনি আরো বলেন, পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।