বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকায় নামার পর বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে যান ডা. বিলি। ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
সূত্র : বিবিসি



