উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়েছে। দলটি দলীয় প্রতীক হিসেবে পেয়েছে ‘আনারস’।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দলটিকে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিগত ২৯ মে তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে, প্রধান কার্যালয় : ৮৫/১ নয়াপল্টন, মসজিদ গলি (তৃতীয় তলা), ঢাকা-১০০০-এ অবস্থিত বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।’
সূত্র : বাসস