হেফাজতের আমিরের সাথে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা

নয়া দিগন্ত অনলাইন
হেফাজত আমিরের সাথে নাস্তা করছেন গণঅধিকার পরিষদের নেতারা
হেফাজত আমিরের সাথে নাস্তা করছেন গণঅধিকার পরিষদের নেতারা |নয়া দিগন্ত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। আজ রোববার বিকেলে ফটিকছড়ি বাবু নগর মাদরাসায় এই সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিম উদদীন আকাশ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, মহানগর গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে দুপুরে হেফাজতে ইসলামের সাবেক আমিরদ্বয় আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন তারা। এ সময় হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লামা খলীল আহমেদ কুরাইশীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করা হয়।

এই বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে। সাংগঠনিক কাজ শেষে আমরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী হুজুর ও আল্লামা জুনায়েদ বাবুনগরী হজুরের কবর জিয়ারত করি। এরপর বিকেলে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করি।’