ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। ঢাকায় বসে নীতিমালা প্রণয়ন করবেন, কিন্ত স্বচক্ষে দেখবেন না; যাদের জন্য সিদ্ধান্ত দিচ্ছেন, তাদের সাথে যোগাযোগ থাকবে না- এসব থেকে বেরিয়ে আসতে চাই। জবাবদিহিতার কালচার আনতে চাই। নির্বাচিত হলে জনগণের কথা শুনব এবং তাদের প্রশ্নের মুখোমুখি হব।
তিনি আরো বলেন, কৃষিক্ষেত্রে এখন শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে শুরু করেছে, এটা সুখবর। এ খাতে আধুনিক জ্ঞান ও দক্ষতার পাশপাশি প্রযুক্তিরও প্রয়োজন আছে।
বিএনপির এই জ্যেষ্ঠ্য নেতা জানান, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তার দল। এছাড়াও সব জেলায় দক্ষতা বাড়ানোর সুযোগ সৃষ্টি, চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পুরনো ধাচ থেকে বেরিয়ে অর্থনীতিতে গণতন্ত্রায়ন করবে বিএনপি। যাতে প্রত্যেক নাগরিক সমান সুযোগ পায়।
কুটিরশিল্প নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুটিরশিল্প খাতের জন্য বাজেটে বড় বরাদ্দ থাকবে। শিল্পীদের স্কিল ডেভেলপমেন্ট করানো হবে এবং পণ্যের ব্র্যান্ডিং করা হবে। এতে কুটিরশিল্প পণ্যের দাম বাড়বে। থাইল্যান্ডের ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ আদলে প্রকল্প নেয়া হবে।
আমীর খসরু বলেন, সরকারে গেলে প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। কোন সেক্টরে কত লোক চাকরি পাবে বিস্তারিত তথ্য জনগণের কাছে তুলে ধরা হবে। রাজধানীকেন্দ্রিক উন্নয়ন থেকে বেরিয়ে সব অঞ্চলে ক্ষমতায়ন করতে হবে। আমরা মেগা প্রজেক্ট করে অর্থ নষ্ট করব না। দেশের সকল নাগরিক অর্থনীতির সাথে যুক্ত থাকবেন।
এফবিসিসিআই’র সাবেক পরিচালক ও রাজশাহী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো: লুৎফর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ ব্যবসায়ী নেতারা।
সম্মেলনে রাজশাহী বিভাগের আটটি জেলার ব্যবসায়ী নেতারা অংশ নেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশপাশি রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীত করারও দাবি জানান তারা।
সূত্র : বাসস



