‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে’

‘বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হলে কোনো দল বা সরকারকে ছাড় দেয়া হবে না।’

অনলাইন প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) মধ্যে মতবিনিময় সভা
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) মধ্যে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) মধ্যে মতবিনিময় সভায় নেতারা সবাইকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাগপা পল্টন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘জুলাই সনদের আইনি বাস্তবায়ন বাধাগ্রস্থ হলে আবারো দেশের ছাত্র-জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হলে কোনো দল বা সরকারকে ছাড় দেয়া হবে না।’

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে দেশে দেড় কোটি যুবক অংশগ্রহণ করেছে। জুলাই সনদের আইনি বাস্তবায়নে ঢালবাহানা করলে কোনো সরকারই টিকে থাকতে পারবে না। শফিউল আলম প্রধান-এর প্রতিষ্ঠিত জাগপা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ প্রধান-এর নেতৃত্বে জাগপা প্রথম সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে দেশের সকল সঙ্কটে জাগপা ও আপ বাংলাদেশ একসাথে রাজপথে সংগ্রাম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।’

এ সময় জাগপা এবং আপ বাংলাদেশের নেতারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

জাগপার পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করে সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো: হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।

আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপাত্র শাহরিন সুলতানা ইরা, যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আহম্মদ করিম চৌধুরী, দক্ষিণ আহ্বায়ক মো: জসিম উদ্দিন, সদস্য সচিব উত্তর নাকিবুর রহমান, যুগ্ম প্রধান ফিন্যান্স সাইফুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ নাসের, ফাইনান্স কমিটি প্রধান মীর সিবগাতুল্লাহ তকি।