মির্জা ফখরুল

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

‘আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন...’

অনলাইন প্রতিবেদক
তারেক রহমান
তারেক রহমান |ফাইল ছবি

দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

এ সময় মির্জা ফখরুল বলেন, এখন যে সংবাদ দেবো তা শুধু আপনাদের জন্য নয়; বরং সারা দেশের মানুষের জন্যই একটা স্বস্তির বার্তা নিয়ে আসবে।

তিনি বলেন, আমি আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ যিনি দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় রয়েছেন, বিগত প্রায় এক যুগ ধরে গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে এসে পৌঁছবেন।’.