রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে।
তিনি জানান, দলের আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।
অপরদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী দাবি করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। শুনতে পাচ্ছি ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে। তবে, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।
জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এখন অনেকে হাসপাতালে আছেন।’
তিনি বলেন, ‘হামলার একপর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তুলে। তখন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সরে যায়। পরবর্তী সময়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।’
জাপা মহাসচিব আরো বলেন, ‘একটি গণতান্ত্রিক ও নিবন্ধিত দল হওয়ার পরও বারবার জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করা হচ্ছে। পার্টি অফিসে আগুনও দেয়া হয়েছিল।’
বর্তমান সরকার রাজনৈতিক দল ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে দাবি করে শামীম হায়দার বলেন, ‘এই সরকার দেশ পরিচালনার সক্ষমতা হারিয়ে ফেলেছে। যার কারণে বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে বেআইনি কাজ করে যাচ্ছে।’