খালেদা জিয়াসহ ১০ নারী প্রার্থী পেলেন ধানের শীষ

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

অনলাইন প্রতিবেদক
খালেদা জিয়া, শ্যামা ওবায়েদ ইসলাম ও সানজিদা ইসলাম তুলি (বাম থেকে)
খালেদা জিয়া, শ্যামা ওবায়েদ ইসলাম ও সানজিদা ইসলাম তুলি (বাম থেকে) |ছবি : কোলাজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ জন প্রার্থীর তালিকায় ১০ জন নারী প্রার্থী রয়েছেন।

এর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া একাই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকায় অন্য নারী প্রার্থীরা হলেন—

নাটোর-১ : ফারজানা শারমিন

যশোর-২ : মোছা: সাবিরা সুলতানা

ঝালকাঠি-২ : ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

শেরপুর-১ : সানসিলা জেবরিন

ফরিদপুর ৩ : নায়াব ইউসুফ কামাল

মানিকগঞ্জ-৩ : আফরোজা খান রিতা

ঢাকা-১৪ : সানজিদা ইসলাম তুলি

ফরিদপুর-২ : শ্যামা ওবায়েদ ইসলাম

সিলেট-২ : মোছা: তাহসিনা রুশদীর

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।