বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল চায় বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র ফিরে আসুক বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে দেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আমীর খসরু মাহমুদ চোধুরী বলেন, ‘বাংলাদেশ ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের দিকে যাচ্ছে। দেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাচ্ছে এই বিষয়ে আমাদের মধ্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এমন প্রেক্ষাপটে আমরা কি করতে যাচ্ছি ওরা কি করবে তা নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকের আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র ফিরে আসুক তারা তা চায়। আমরা যারা বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষ সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। আমাদের সকলে মিলে যত তাড়াতাড়ি এই কাজটা করতে পারি তা দেশের জন্য গণতন্ত্রের জন্য মঙ্গল।’
ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নে আগে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা পেয়েছি সব সময়। তারা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। দেশে গণতন্ত্র ও বাণিজ্য ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ের আর সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেছি। তারা এতে আগ্রহ প্রকাশ করেছে। আগামীতে বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে এর মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তা শিগগিরই বাস্তাবায়িত হবে। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আর এই নির্বাচনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে গণতন্ত্রের স্বপ্ন তা বাস্তবায়িত হবে।’
পিআর-বিষয়ে কোন আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, ‘পিআরের বিষয়ে কোন আলোচনা হয়নি। এছাড়া পিআরের বিষয়ে এখনই আলোচনা কোন প্রয়োজন নাই। কারণ যদি আপনি পিআরে রাজি হন তাহলে এই নির্বাচন পিআরে হবে না। সেটা হবে সংবিধান সংশোধনের পরে। এখন আলোচনা হচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে।’
এই বিষয়ে আমীর খসরু বলেন, ‘ইইউ অনুধাবন করতে পেরেছে পিআর যদি কেউ চায় সেটা জনগণের ম্যান্ডেন্ট নিয়ে এসে সংসদে পাশ করতে হবে। আমরা কিছু লোক চাইলে এটা সম্ভব না। জনগণ যদি চায় তবে সেটা হবে। তবে সেটা আগামী নির্বাচনের পর পরবর্তী সময়ে হবে।’
বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।