পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ওপর হামলায় ইসলামী ঐক্যজোটের নিন্দা

‘আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করছি।’

নয়া দিগন্ত অনলাইন
ইসলামী ঐক্যজোটের লোগো
ইসলামী ঐক্যজোটের লোগো |সংগৃহীত

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম আজ অরক্ষিত; বাঙালি পরিবারগুলো আতঙ্কিত, পবিত্র মসজিদ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে হামলা হয়েছে এবং নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির ওপরও আক্রমণ করা হয়েছে।

তিনি আরো বলেন, খাগড়াছড়ির গুইমারায় একটি ধর্ষণের বিচার দাবির আড়ালে কয়েকদিন ধরে বাঙালিদের স্থাপনা, মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর এবং সেনাসদস্যদের ওপর হামলা হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য ও সংযমের সাথে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলেও, পাহাড়ি সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাওলানা আমিনী আরো বলেন, আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের জরুরি পদক্ষেপ কামনা করছি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ভেতর ও বাইরে থেকে একটি অপশক্তি পার্বত্য অঞ্চলে সহিংসতার উসকানি দিচ্ছে। তারা মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ‘খ্রিস্টান রাষ্ট্র’ বানানোর চক্রান্ত করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

মাওলানা আমিনী বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থানীয় বাঙালি ও নৃতাত্ত্বিক জনগণের মাঝে কোনো বিভেদ-বিদ্বেষকে প্রশ্রয় দেয়া যাবে না। যে কোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালানো উচিত। পাশাপাশি দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় স্থায়ীভাবে সামরিক নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

-প্রেস বিজ্ঞপ্তি