উপদেষ্টা আসিফ

নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে

রোববার দুপুরে হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এমন বর্বর হামলার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার দুপুরে হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে।

উপদেষ্টা বলেন, ‘এই হামলা কোনো সাধারণ কর্মীর ওপর ঘটেনি, একটি দলের প্রধানের ওপর হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যে বর্বর হামলার ঘটনা ঘটেছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটতে দেখিনি; যেটি দুঃখজনকভাবে এই সরকারের আমলে ঘটেছে। হামলার ঘটনা যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলে ঘটেছে, তাই এই হামলার ঘটনা যে-ই ঘটাক, সরকার এর দায়দায়িত্ব এড়াতে পারে না। এর দায় এই সরকারের ওপরেই বর্তায়। তাই এই সরকারকে এটা সমাধান করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটাতে না পারে, বিচার করার মাধ্যমে এই সরকারকে সেটি নিশ্চিত করতে হবে।’

জড়িতদের শাস্তির আওতায় আনতে শক্তিশালী তদন্ত কমিটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জানতে পেরেছি, এই কর্মসূচি করার আগেও গণঅধিকার পরিষদ ও নুরুল হক নুরকে হুমকি দেয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ বলেন, ‘কোনটা মব, আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে? একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কিভাবে মব বলবেন?’

তিনি আরো বলেন, এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে, কোনো ধরনের সমর্থন কেউ যদি দেয়ার চেষ্টা করে অথবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থন করা হয়, তাহলে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দেবে বলে আমি প্রত্যাশা করি।