উচ্চ আদালতের রায়ে মেয়র পদে শপথ গ্রহণে বাধা না থাকার খবর আসার পরও আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
ওই পোস্টে তিনি লেখেন, আন্দোলনকারী ভাইদের বলব, এসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে।
এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাকে মেয়র পদে শপথ পড়াতে আর বাধা থাকল না।
এদিকে, উচ্চ আদালতে রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি গণমাধ্যমকে বলেছেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সন্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এই রায়ে জনগনের বিজয় হয়েছে।’
নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমি মনে করি, যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর এই বিষয়টাকে সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে, আশা করা যায় যে সরকার সুমতি হবে, তারা ইশরাককে শপথ দেয়ার ব্যবস্থা নেবেন। তারা (নেতাকর্মী-সমর্থকরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’