শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের মাধ্যমে শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার সকালে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, গতকাল আমাদের সহযোদ্ধা শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত এবং তাকে যারা হত্যা করেছে তাদের বিচার চায়। আমরাও এর বিচার চাই। আমরা ইতোমধ্যে দাবি করেছি, শরিফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে যত দ্রুত সম্ভব তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে।
এ ধরনের ঘটনা যেন আর ঘটে, তা সরকারকে নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে ‘কেউ যেন সন্ত্রাস করতে না পারে’ বা নিজেদের ‘ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতে না পারে’ সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।
এর বিরুদ্ধে নিজের অবস্থান ‘ব্যক্ত’ করে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলা এবং ভ্যান্ডালিজম করার পরিকল্পনা রয়েছে।’
বাংলাদেশের জনগণের প্রতি আসিফ মাহমুদ আহ্বান জানান, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিজেদেরই।
তিনি বলেন, ‘কোনো ধরনের সেনসিটিভ, ধর্মীয় প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
একইসাথে ন্যায়বিচার চাওয়ার মিছিল যেন কেউ ভিন্নদিকে ‘ডাইভার্ট’ করতে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই সতর্ক বার্তাও দেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আমরা ওসমান হাদিকে একজন বীর হিসেবে স্মরণে রাখতে চাই। তিনি যে সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, ইনকিলাব মঞ্চের মাধ্যমে, তিনি যে প্রতিষ্ঠান গড়ার কথা বার বার বলতেন, যে যোগ্য মানুষ গড়ে তোলার কথা বার বার বলতেন, সেই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।



