ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের সরগরম

জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না- এ প্রশ্ন ঘিরে ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টে বিতর্ক শুরু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের সরগরম
ফেসবুকে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের সরগরম |সংগৃহীত

হঠাৎ তোলপার সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে। মধ্যরাত থেকে ফেসবুকে সরগরম ‘হ্যাঁ’ ‘না’ পোস্ট। নিউজফিডজুড়ে ভেসে বেড়াচ্ছে ‘হ্যাঁ’ ‘না’ পোস্টের প্রতিযোগিতা।

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত কি না- এ প্রশ্ন ঘিরে ফেসবুকে শুরু হয়েছে বিতর্ক। গণভোটের পক্ষ-বিপক্ষ নিয়ে নতুন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ফেসবুক।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২ টার দিকে শুরু হওয়া বেশিভাগ পোস্টই এ ধরনের। তবে এতে কোনো কারণ উল্লেখ করা নেই।

জানা গেছে, গণভোটের বিপক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফেসবুক পোস্টে নতুন প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা গণভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট। অন্যদিকে এনসিপি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি। বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায়। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল হয়।

ফেসবুকে ‘না’ পোস্ট দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা ‘হ্যাঁ’ লিখে একটি পোস্ট করেছে।

এরপরই ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা স্টাট্যাস দিয়ে নিজের মতামত জানান দলগুলোর অনুসারীরা।