তরুণদের সাথে তারেক রহমান ও জাইমা রহমানের মতবিনিময়

মতবিনিময় সভায় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং একটি উন্নত, আধুনিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।

অনলাইন প্রতিবেদক
তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বক্তব্য শুনছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান
তরুণ প্রজন্মের প্রতিনিধিদের বক্তব্য শুনছেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান |নয়া দিগন্ত

রাজধানীতে তরুণ প্রজন্মের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সাথে তার মেয়ে জাইমা রহমানও ছিলেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ মতবিনিময় হয়। ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে মূলত বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে একান্ত আলাপচারিতায় অংশ নেন তিনি।

মতবিনিময় সভায় তারেক রহমান তরুণদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন এবং একটি উন্নত, আধুনিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন। তিনি তরুণদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন এবং রাষ্ট্র বিনির্মাণে তাদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি ব্যারিস্টার জাইমা রহমানও তরুণদের সাথে দেশের নীতি-নির্ধারণী বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তারুণ্যের প্রত্যাশাকে কিভাবে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে তা তুলে ধরেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন জানান, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ মোট ১১টি জনগুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এক মিনিটের ভিডিও তৈরি করে বিজয়ীদের বাছাই করা হয়। জনমত ও জুরি বোর্ডের মূল্যায়নে নির্বাচিত সেরা ১০ জন আজ এই বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সরাসরি কথা বলার ও মধ্যাহ্নভোজের সুযোগ পেয়েছেন।