তারেক রহমানের প্রত্যাবর্তন : সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেলো বিএনপি

‘এ সময় চিঠি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতর দ্বায়িত্বে) সাত্তার পাটোয়ারী।’

অনলাইন প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে কেন্দ্র করে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পেয়েছে বিএনপি।

তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আজ রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বরাবর অনুমতি প্রদান করে চিঠি পাঠিয়েছেন।

তিনি বলেন, চিঠিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ঢাকা বিভাগীয় কমিশনার অফিস স্টাফ জাহিদ হোসেন পৌঁছে দিয়েছেন। এ সময় চিঠি গ্রহণ করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য (দফতর দ্বায়িত্বে) সাত্তার পাটোয়ারী।