সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা নিবেদন যেন এক অবিরাম ভালোবাসার স্রোত। নতুন বছরে জাতি যেন আনন্দ ভুলে ডুবে আছে শোক, স্মৃতি আর ভালোবাসার গভীর আবেশে। আজ তার মৃত্যুর আট দিন পরও, ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের এই সমাধিস্থলে মানুষের ঢল থামছে না। হাতে ফুল, মুখে দোয়া আর অশ্রুসজল চোখে মানুষ ছুটে আসছেন প্রিয় নেত্রীর কবর জিয়ারতে।
ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যান, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পাশে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এই স্থানটি আজ শোক আর শ্রদ্ধার এক মহামিলনক্ষেত্রে পরিণত হয়েছে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। শীতের এই কনকনে ভোর উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছেন। শুধু ঢাকা নয়, বাহিরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এই মানুষজনের চোখে-মুখে শোকের গভীর ছাপ স্পষ্ট। কেউ এসেছেন বাসে, কেউ ট্রাকে, আবার অনেকে দলবেঁধে হেঁটে এসেছেন শুধু একবার প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য।
সরেজমিনে দেখা যায়, এই ভিড়ের মধ্যে কোনো রাজনৈতিক স্লোগান নেই, নেই কোনো কোলাহল। আছে শুধু নীরবতা, গভীর শ্রদ্ধা আর এক বুকভরা ভালোবাসা। প্রতিটি মানুষ যেন ব্যক্তিগতভাবে এক অভিভাবককে হারানোর বেদনা নিয়ে এসেছেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, নীরবে চোখের পানি ফেলছেন এবং মহান আল্লাহর কাছে তার রূহের মাগফিরাত কামনা করছেন।
শ্রদ্ধা নিবেদন করতে আসা বেশ কয়েকজনের সাথে কথা বললে, তারা জানান, বেগম খালেদা জিয়াকে ভালো লাগার কারণ তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ভালো মানুষ ছিলেন। তারা দুজনই দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করে গেছেন, তাদের জীবনের সবই ছিল দেশের জন্য।
সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত ও অবিরাম উপস্থিতি নীরবে একটি কথাই ঘোষণা করছে—একজন রাষ্ট্রনায়কের শারীরিক প্রস্থান হয়তো ঘটে, কিন্তু তার আদর্শ, সংগ্রাম এবং জনগণের হৃদয়ের গভীরের ভালোবাসা কখনো মুছে যায় না। সময় যত গড়াচ্ছে, ততই যেন স্পষ্ট হচ্ছে, বেগম খালেদা জিয়া আজও মানুষের স্মৃতিতে অম্লান, ভালোবাসার গভীরে চিরন্তন।



