সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান

দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান
মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

জমাকালে মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে ছিলেন, উপজেলা আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির ড. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদিন আল আজাদ, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম (শহীদ)।