গণহত্যার সাথে জড়িত আ’লীগ ও সরকারি কর্মকর্তাদের বিচার হতে হবে : মির্জা ফখরুল

জাতির স্বার্থে নির্বাচনের দিন গণভোটের বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের বাহিরে যাবো না, ছাড় দেবো না।

অনলাইন প্রতিবেদক
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব সুস্পষ্টভাবে বলেছি- গণহত্যাকারীরা অর্থাৎ আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা যারা জড়িত, তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে।

আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার- আমরা তো ২০২৬ সালের মধ্যে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন জাতির সামনে, আমরা সেই আস্থায় রয়েছি এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, জাতির স্বার্থে নির্বাচনের দিন গণভোটের বিষয়ে আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের বাহিরে যাবো না, ছাড় দেবো না।

আপনারা বলছেন, ‘সরকারে কাছে ঐকমত্য কমিশনের সুপারিশগুলো নিয়ে ঐক্যের পরিবর্তে অনৈক্য তৈরি হচ্ছে।’ এতে কি নির্বাচন অনুষ্ঠান বাধাগ্রস্ত হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না, নির্বাচনে বাধা পড়বে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি। এটা একটা সুপারিশ মাত্র। এটা এখনো গৃহীত হয়নি। তাই নির্বাচন ব্যাহত হওয়ার কারণ নেই।