বদরুদ্দিন উমর নিঃসন্দেহে জাতির শাণিত বিবেক : রিজভী

রোববার মরহুম বদরুদ্দিন উমরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

অনলাইন প্রতিবেদক
কথা বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
কথা বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

রাষ্ট্র চিন্তক, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দিন উমর নিঃসন্দেহে একজন শাণিত বিবেক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার মরহুম বদরুদ্দিন উমরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। সকালে অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান দেশের এ খ্যাতিমান বুদ্ধিজীবী।

রিজভী বলেন, বদরুদ্দিন উমর সামগ্রিকভাবে একটা জাতির ন্যায়-অন্যায় নিয়ে কথা বলেছেন। আদর্শিক বিভাজন থাকলেও ন্যায়ের পক্ষে কথা বলেঠেন তিনি। সত্য বলতে গিয়ে রাষ্ট্রীয় কোনো হুমকি তিনি গ্রাহ্য করেননি। যেটা ভালো মনে করেছেন সেটাই বলেছেন।

এ সময় তার সাথে ছিলেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা: জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।