দেড় যুগ পর দেশের মাটিতে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নয়া দিগন্ত অনলাইন
স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সাথে তারেক রহমান
স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সাথে তারেক রহমান |সংগৃহীত

শেষ হলো অপেক্ষার প্রহর। ঢাকা পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং বেলা ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে ঢাকায় ফিরেছেন তারেক রহমান। তার সাথে স্ত্রী ডা: জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পর তাকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।

তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশে ব্যাপক উৎসবের আমেজ নেতাকর্মীদের মাঝে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি।

তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে বলেন, ‘৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’

এরপর তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাসায় যাবেন। এই বাসায় থাকবেন তারেক রহমান।