এনসিপির মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু

জুলাই-আহত, কৃষক, কুলি-মজুরদের জন্য ফরম মূল্য ২০০০ টাকা

অনলাইন অথবা সরাসরি কেন্দ্রীয় ও অঞ্চলভিত্তিক অফিসে গিয়ে দুইভাবেই ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে বলেও জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নের আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ বিষয়ে জানান দলটির মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাই-আহত, কৃষক, কুলি-মজুরদের জন্য আবেদন ফরমটির মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।

অনলাইন অথবা সরাসরি কেন্দ্রীয় ও অঞ্চলভিত্তিক অফিসে গিয়ে দুইভাবেই ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে বলেও জানানো হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে রাজনীতি করতে চায় এনসিপি। আর এ কারণেই যারা আমাদের সাথে অঙ্গীভূত হতে চান তদেরকে নামমাত্র একটি ফি দিতে হবে আমাদের দল চালানো ও অন্যান্য কাজের জন্য।’

আবেদন ও যাচাই-বাছাই কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, ‘৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রশ্নে একটি জায়গায় আসে তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারোর সাথেই আমাদের জোট হতে পারে।’

‘বিচার, সংস্কার প্রশ্নে যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা কারো সাথেই কোনো জোটে যাবো না’ বলেও মন্তব্য করেন তিনি।