রিজভী

হাসিনা দিনের ভোট রাতে করার জন্য ব্যবসায়ী সিন্ডিকেট থেকে ৮ হাজার কোটি টাকা নেন

তিন হাজার কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী এবং অ্যাজেন্সিকে ম্যানেজ করতে। বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজন মিলে ভাগ করে নেন।

অনলাইন প্রতিবেদক
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী |নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেন। এর মধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী এবং অ্যাজেন্সিকে ম্যানেজ করতে। বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজন মিলে ভাগ করে নেন।

আজ মঙ্গলবার বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবামূলক এই মানবিক কর্মসূচি উদ্বোধন করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিনাভোটে এবং রাতের ভোট দিনে করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন।

তিনি বলেন, প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন, আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায়ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো আল্লাহ বিচার করেছেন।

তারেক রহমানকে মানবতার দূত উল্লেখ করে রিজভী বলেন, অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোয়ারুল কাদির বিটু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম,সাংবাদিক জাহিদুল ইসলম রনি প্রমুখ।