বিএনপির বিরুদ্ধে নির্বাচনী মাঠে হামলার অভিযোগ রাশেদ প্রধানের

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বিএনপি নারীকর্মীসহ ১১ দলের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে এবং এর তীব্র নিন্দা জানান।

নয়া দিগন্ত অনলাইন
রাশেদ প্রধান
রাশেদ প্রধান |সংগৃহীত

‎নারীকর্মীসহ ১১ দলের নির্বাচনী প্রচারণায় বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। একই সাথে তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রাশেদ প্রধান অভিযোগ করেছেন, বিএনপির অতীত ও বর্তমান কৃতকর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী প্রচারে হামলার পথ বেছে নিয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতি ‎রাশেদ প্রধান বলেন, এদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ মেনে নিতে পারেনি বলে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে।

এতে তিনি উল্লেখ করেন, বিএনপি নতুন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে ছাত্র-জনতা তাদেরও পালিয়ে যেতে বাধ্য করবে।

নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলকে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারেনি বলেও বিবৃতিতে তিনি দাবি করেন।