রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ আগুনে ১৬ জনের মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, দুর্গতদের পুনর্বাসন এবং ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
তিনি বলেন, ‘প্রতি বছর দেশে অসংখ্য অগ্নিকাণ্ড ঘটে, কিন্তু পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেই। পুরান ঢাকার নিমতলী ও চুরিহাট্টার মতো ট্রাজেডির স্মৃতি এখনো আমাদের তাড়া করে। মিরপুরের আগুনও সেই ধারাবাহিকতারই অংশ।’
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনা মূলত দুর্ঘটনাই। এতে ধৈর্যহারা না হয়ে আল্লাহর ওপর আস্থা রেখে সাহসিকতার সাথে ক্ষতি কাটিয়ে ওঠার পরিকল্পনা নিতে হবে।’
অগ্নিদূর্গতদের কল্যাণে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইতোমধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করে প্রত্যেক শহীদ পরিবারের জন্য এক লাখ টাকার প্রাথমিক অনুদান ঘোষণা করেছেন। জামায়াত দুর্গতদের দুর্দশা লাঘবে সম্ভাব্য সবকিছুই করতে প্রস্তুত রয়েছে।
তিনি নিহতদের শাহাদাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মহানগরী আমীর বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে অগ্নিদুর্ঘটনার প্রবণতা বেড়েছে। অপরিকল্পিত নগরায়ণ, ইমারত বিধির ব্যত্যয়, অগ্নিনির্বাপনে সেকেলে পদ্ধতি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিবছর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে পরিকল্পিত নগরায়ণ, ইমারত বিধির যথাযথ অনুসরণ এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা জরুরি।’ বিজ্ঞপ্তি