উত্তরায় আবাসিক ভবনে আগুনে হতাহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক

‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
ইসলামী ছাত্রশিবির
ইসলামী ছাত্রশিবির |সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত আগুনে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ শোক প্রকাশ করেন। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘আজ সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তী সময়ে হাসপাতালে নেয়ার পর নারী-শিশুসহ মোট ছয়জন মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’