১৭ রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের অনানুষ্ঠানিক বৈঠক

সোমবার বিকেলে ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে কমিশন।

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠাকিভাবে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার বিকেলে ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছে কমিশন। অনুানুষ্ঠানিক এই বৈঠকে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার উপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলোর ওপর আলোচনা করা হয় বলে জানা যায়।

এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে কমিশন অনানুষ্ঠানিক বৈঠক করে বলে জানা যায়।

সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কী হতে পারে- এ বিষয়ে মতামত চেয়েছে কমিশন। দলগুলোর মতামতের আলোকে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর একটি চূড়ান্ত খসড়া তৈরি করবে কমিশন। ওই খসড়া ফের রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। পাশাপাশি বিশেষজ্ঞ মতামত নেয়াও অব্যাবহত থাকবে। চূড়ান্ত খসড়ার উপর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বসবে কমিশন।

গতকালের বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো: এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো: আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

গত ১৬ আগস্ট ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ -এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে মতামতের জন্য প্রেরণ করা হয়। এতে মোট ২৯টি রাজনৈতিক দল তাদের মতামত প্রদান করেছে।

গতকালের বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ড. মুশতাক হোসেন, এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ, ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, গণফোরামের সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক আমিনুল হক বিশ্বাস (টিপু বিশ্বাস), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রানা, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, ভাষানী জনশক্তি পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলাম মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন বলে জানা যায়।