বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নয়া দিগন্ত যে দুঃসময়ে টিকে আছে, সেটা জাতির জন্য অনুপ্রেরণার বিষয়। আগামী দিনেও যদি ফ্যাসিবাদ বা মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়, আমি মনে করি তখনো আমাদের আশ্রয়স্থল ও ভরসার জায়গা থাকবে নয়া দিগন্ত।
তিনি বলেন, ‘নয়া দিগন্ত অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। আমরা যারা রাজনীতি করি, সেই পথচলার সাক্ষী আমরা নিজেরাই। গণতন্ত্রের ভয়াল দুঃসময়ে নয়া দিগন্ত জাতিকে প্রাণবন্ত রাখার যে ভূমিকা রেখেছে, তা জাতি অনেক দিন মনে রাখবে।’
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা ১৬-১৭ বছর এক ভয়াবহ সময় পার করেছি, তখন সকালে জেগে প্রথম খোঁজ করতাম—নয়া দিগন্ত এসেছে কিনা। কারণ সেটিই ছিল আমাদের প্রেরণার জায়গা।’
তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্মদিন, শাহাদতবার্ষিকী কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে যখন অন্য পত্রিকাগুলো ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি, তখন নয়া দিগন্ত সাহসের সাথে তাদের স্মৃতি ও আদর্শ তুলে ধরেছে। এই সাহসিকতা কখনো ভোলা যাবে না।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতির বিজয় অর্জনে নয়া দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। অতীতের মতো ভবিষ্যতেও এই দৈনিক একই দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।’



