বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা, জানালো জাতিসঙ্ঘ

নির্বাচনে জাতিসঙ্ঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের ওপর নির্ভর করছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক |বিবিসি

নির্বাচনে জাতিসঙ্ঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।

সোমবার সংস্থাটির মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসঙ্ঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে দুজারিক বলেন, ‘না। আমরা পাঠাই না। জাতিসঙ্ঘ নিজে পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের কোনও ম্যান্ডেট থাকে।’

প্রশ্নকারীকে উদ্দেশ্য করে দুজারিক বলেন, ‘আমি আপনার জন্য পরীক্ষা করে দেখতে পারি যে জাতিসঙ্ঘের কান্ট্রি অফিস কোনো প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিনা, যা আমরা প্রায়শই নির্বাচনের ক্ষেত্রে করে থাকি।’

সূত্র : বিবিসি