সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে।

অনলাইন প্রতিবেদক
ছাত্রদলের লোগো
ছাত্রদলের লোগো |সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

বুধবার ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো: রাকিবুল করিম রাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে।