বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা সমগ্র বাংলাদেশের আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলছি, এটা একটা প্রক্রিয়ারই অংশ। আমাদের লক্ষ্য একটাই, দলের অভ্যন্তরে ঐক্য বজায় রাখা এবং সবাইকে একই বার্তা দেয়া, যাতে কেউ বিভেদের পথে না যায়। আমরা যুগপৎ আন্দোলন করেছি, আগামীতেও ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, সেই ঐক্য রক্ষার মাধ্যমেই আমরা এগিয়ে যাব, ইনশা আল্লাহ।
আজ সোমবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে যুবদল। এ সময় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে মাজার প্রাঙ্গণ।
সালাহউদ্দিন বলেন, আজকে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে মিলাদ ও মোনাজাত করেছি দেশের সমৃদ্ধি, সার্বিক উন্নয়ন এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, যাতে আমরা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যেতে পারি।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভিত্তি স্থাপনের পাশাপাশি দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ, উজ্জীবিত ও জাতি গঠনের কাজে সম্পৃক্ত করার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন থেকেই যুবদলের যাত্রা শুরু। আজ ৪৭ বছর পর আমরা যা অর্জন করেছি, জাতীয় জীবনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুব বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং তরুণদের রাষ্ট্র নির্মাণে সম্পৃক্ত করার ক্ষেত্রে- তা সেই ভাবনারই প্রতিফলন।
সালাহউদ্দিন বলেন, বর্তমানে আমরা সারাদেশে তরুণ ও যুব সমাজের রাজনৈতিক চিন্তা-চেতনা আহরণ করছি। তাদের ভাবনা গ্রহণ করে জাতি নির্মাণে কিভাবে তা বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কর্মসূচি গ্রহণ করেছি। ইনশা আল্লাহ, বাংলাদেশ হবে একটি তারুণ্যনির্ভর, কর্মসংস্থাননির্ভর, প্রযুক্তিনির্ভর ও মেধানির্ভর রাষ্ট্র- যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্নের জন্য জুলাই অভ্যুত্থানে অনেকে প্রাণ দিয়েছিলেন। সেই সম্মান আমরা যুব সমাজের মধ্য দিয়ে রক্ষা করব, তাদের প্রস্তুত করব ভবিষ্যতের নেতৃত্বের জন্য।



