মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে : মির্জা ফখরুল

‘দেশের সঙ্কটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সঙ্কটের অপেক্ষায় থাকে। আমি এ মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

অনলাইন প্রতিবেদক
মির্জা ফখরুল
মির্জা ফখরুল |ফাইল ছবি

মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির মহাসচিবকে উদ্ধৃত করে শেয়ার করা একটি ফটোকার্ডে এ বার্তা জানানো হয়।

এর কয়েক ঘণ্টা আগে দেয়া আরেকটি বার্তায় মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশের সঙ্কটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, তারা এ দেশের শত্রু। তারা সঙ্কটের অপেক্ষায় থাকে। আমি এ মব সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’