আবু হানিফ

দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে

‘উত্তরবঙ্গের কৃষি ও প্রকৃতি রক্ষা এবং কোটি মানুষের জীবিকার উন্নয়নের লক্ষ্যে চীনের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
গাইবান্ধার সাদুল্লাহপুরে নাহিদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় আবু হানিফ
গাইবান্ধার সাদুল্লাহপুরে নাহিদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় আবু হানিফ |নয়া দিগন্ত

দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ সবসময় অবহেলিত ও বঞ্চিত। দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন হলেও এই এলাকার মানুষ বরাবরই বঞ্চিত। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনি তিস্তা নদী তার এলাকাসহ গোটা উত্তরবঙ্গের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার সময় অতিরিক্ত পানি, শুকনো মৌসুমে পানির হাহাকার। এসব কারণে তিস্তা এই লাকার মানুষের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের কৃষি ও প্রকৃতি রক্ষা এবং কোটি মানুষের জীবিকার উন্নয়নের লক্ষ্যে চীনের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।’

মঙ্গলবার (২১ অক্টোবর) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলায় নাহিদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘তরুণদের মাদকমুক্ত করা জন্য খেলাধুলার বিকল্প নাই। সমাজে তরুণরা নানা অপকর্মে যুক্ত হচ্ছে, তাই এসব থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন করতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে ভারতের আজ্ঞাবহ ও নতজানু সরকার হওয়ায় আমরা তিস্তার ন্যায্য হিস্যা আদায় করতে পারে নাই। বর্তমান সরকার ভারতের আজ্ঞাবহ নয় তাই এই সরকারের উচিত ভারতের কাছ থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের করা। এই এলাকার মানুষের প্রধান কর্ম হচ্ছে কৃষি, আমরা ক্ষমতায় গেলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করব। কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করব।’

তিনি আরো বলেন, ‘এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি জামায়াত এনসিপির হয়ে কাজ করছে। তারা ওই তিনটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসরদের আধিপত্য রয়েছে। তারা নানা ভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করবে। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট সম্ভব না। তাই মাঠ পর্যায়ে প্রশাসনকে ঢালাওভাবে সাজাতে হবে।’

গণঅধিকার পরিষদের গাইবান্ধা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুরুজ্জামান বলেন, ‘আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমাকে ভোট দিয়ে সংসদে পাঠালে আপনারা প্রতারিত হবেন না। আমি ইতোমধ্যে এলাকার কর্মসংস্থানের জন্য কাজ করছি, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। এলাকার যেকোনো কাজে আমাকে আপনারা পাশে পাবেন।’

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি বলেন, ‘নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে না চাইলে তারুণ্যর মেধায় যুক্ত হোন। শারীরিক গঠন নয় বরং শক্তিশালী মানুষিক গঠনের ব্যক্তিদের চয়েজ করুন, গণঅধিকার সেখানে প্রথম কাতারে থাকবে।’

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল কলেজ শাখার সভাপতি নাহিদ হাসান, পরিচালনা করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শামসুজ্জামান মামুন, ছাত্র অধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিশিরসহ আরো অনেকে।