ওসমান হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, বিদেশে নিতে চায় পরিবার

ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক ও তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।

নয়া দিগন্ত অনলাইন
ওসমান হাদি
ওসমান হাদি |ফাইল ছবি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

তবে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া তার দুই কিডনি আবার সচল হয়েছে। ফুসফুসের কার্যক্রমও অপরিবর্তিত রয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসক আবদুল আহাদ।

তিনি জানান, ওসমান হাদির শারীরিক অবস্থা আগের মতোই আশঙ্কাজনক ও তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে।

তিনি আরো জানান, ‘ওসমান হাদির ব্রেনের ভেতরে এখনো বুলেটের একটি অংশ থেকে গেছে। এই অংশের অবস্থান ব্রেনের স্পর্শকাতর রক্তনালীর সাথে।’

‘একটা অংশ বের হয়ে গেছে। অপারেশনের সময় বুলেটের একটি শেল (কাভার) অংশ ডাক্তাররা বের করেছেন। তবে আরো একটি ছোট অংশ এখনো ব্রেইনের ভেতরে থেকে গেছে। ঝুঁকি বিবেচনা করে ডাক্তাররা যদি প্রয়োজন মনে করেন, এই অংশ বের করা সম্ভব তাহলে সেটা করবেন,’ বলেন তিনি।

এদিকে, ওসমান হাদির চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আজ রোববার মেডিক্যাল বোর্ডে এ নিয়ে আলোচনাও হয়েছে বলে জানা গেছে।