বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল কৌশলে নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা তাদের সেই সুযোগ দেবো না।’
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবার-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। কোনো রকমের সুযোগ আমরা দেবো না। দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।’
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে আমরা শান্তির জন্য আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। কিন্তু, কিছু রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন আমাদের এ পদক্ষেপকে দুর্বলতা হিসেবে দেখেছে।’
বিএনপির এ অবস্থান ব্যাখ্যা করে তিনি আরো বলেন, ‘বিএনপির ভদ্রতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়। এটি নম্রতা ও শান্তি বজায় রাখার প্রয়াস। বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চায়।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা একটি রাক্ষস রাজ্যে ছিলাম। সেখান থেকে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে ফিরে পাওয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমরা মুক্ত কণ্ঠে কথা বলছি। এতো ত্যাগ, এতো রক্ত, আত্মদান পৃথিবীর আর কোথাও নেই। আমাদের ফ্যাসিবাদের হাত থেকে যারা জীবন দিয়ে রক্ষা করেছেন, তাদের কথা অবশ্যই ভোলার নয়। আমাদের চেয়ারম্যান তারেক রহমান কথা দিয়েছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে অবশ্যই প্রতিটি গুম-খুনের বিচার করা হবে।’
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ‘মায়ের ডাক’-এর সভানেত্রী সানজিদা ইসলাম তুলি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য জাহিদুল ইসলাম রনি ও মোকসেদুল মোমিন মিথুন। মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়া, অন্যদের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং আতিকুর রহমান রুমন প্রমুখ বক্তব্য রাখেন।



