এনসিপিতে যোগ দিলেন আসিফ, করবেন না নির্বাচন

সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম |সংগৃহীত

জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে সম্প্রতি পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

তাকে দলের মুখপাত্র করা হয়েছে। তিনি নির্বাচন করবেন না।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন আসিফ মাহমুদ।

এর আগে ঢাকা-১০ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। একইসাথে তার সমর্থকরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছিলেন। যদিও সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনোটিতেই তার মনোনয়নপত্র জমা দেয়ার তথ্য জানা যায়নি।