ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচনে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যারা জয়ী হয়েছে। এটাই গণতন্ত্রের নীতি। কিছু ত্রুটি-বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে যারা জয়ী হয়েছে, আমি আবারো তাদের অভিনন্দন জানাই। ২৪-এর পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বড় সংগ্রামের নাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা করতে হবে। যে সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি সহনশীলতার সংস্কৃতি সহমতা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।

আলোচনা সভায় মহিলা দলের নেত্রীদের বক্তব্যের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, মহিলা দলের প্রতি আমার অসিয়ত আছে। বহু শুনলাম, ঢাকা শহর-ভিত্তিক সেমিনার সংগঠিত করেছেন আপনারা। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের মহিলা সংগঠনের কর্মকাণ্ড আপনারা স্ট্যাডি করেছেন, তারা কী করে?’

তিনি বলেন, পরিবারের প্রধান নারী, তার যদি একটা মতাদর্শের দিকে চোখে পড়ে, তবে পুরা পরিবারকে সেই অনুসারী করতে সামর্থ্য হয়। পরিবারে নারীদের প্রভাব অনেক বেশি, সন্তানদের ওপরে মায়ের প্রভাব সর্বোচ্চ। এই কাজটা কি আপনারা করছেন? শুধু এখানে এসে স্লোগান দেবেন খালেদা জিয়ার মনোবল, জাতীয়তা মহিলা দল- স্লোগান দিলে হবে?’