ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে শ্যামপুর জামায়াতের মতবিনিময় সভা

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জুরাইনের আদ্-দ্বীন হাসপাতাালের সামনে এ আলোচনার সভার আায়োজন করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
জুরাইন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
জুরাইন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

জুরাইন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জুরাইনের আদ্-দ্বীন হাসপাতাালের সামনে এ আলোচনার সভার আায়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানার আমির মোঃ কামরুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলী জোন পরিচালক এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর থানার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আজহারুল ইসলাম।

শ্যামপুর দক্ষিণ থানা জামায়াতের সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিলুল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্যামপুর দক্ষিণ থানা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য খালিদ মাহমুদ, জুরাইন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাজার ওয়ার্ড জামায়াতের সভাপতি সাইদুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল মাহমুদসহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জুরাইন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা।