মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় আল রাজী কমপ্লেক্সের সামনে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে মানুষের প্রেসার মাপা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস মাপাসহ স্বাস্থ্য পরামর্শ ও সেবা দেয়া হয়।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা: তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন–বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো: শামসুল আলম, দফতর সম্পাদক রিজওয়ান রূপ দীনেশ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, আন্তর্জাতিক যোগাযোগ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মো: তানভীর ইউসুফ, অর্থ সম্পাদক মো: মনিরুল মাওলা, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: শাহজালাল ব্যাপারী।



