নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইশরাকের সমর্থকরা

নগর ভবনের সামনেই অবস্থান নেন তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানাবিধ স্লোগান দিতে থাকেন।

অনলাইন প্রতিবেদক
নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা
নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা |নয়া দিগন্ত

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছে তার সমর্থকরা। প্রতিদিনের মতো আজ রোববারও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে জড়ো হন তারা।

আজ সকাল ৯টা থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে তারা আসতে শুরু করেন। নগর ভবনের সামনেই অবস্থান নেন তারা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানাবিধ স্লোগান দিতে থাকেন।

একইসাথে গুলিস্তান-বঙ্গবাজার সড়কও বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

‘অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দাও, দিতে হবে’, ‘দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ’, ‘আসিফ ভূঁইয়ার কালো হাত, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে ন-সহ প্রভৃতি স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবনের সামনের এলাকা।

একই সাথে তৃতীয় দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। প্রতিটি কক্ষ ও গেট তালাবদ্ধ করেছে তার সমর্থকরা। সবধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে। নাগরিক সেবা স্থবির হয়ে পড়েছে।

এর আগে, গতকাল শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ নিয়ে লং মার্চ করা হয়। বিক্ষোভ মিছিল থেকেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ ভূঁইয়ার পদত্যাগের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি নগর ভবন থেকে গুলিস্তান হয়ে সচিবালয়ের সামনে দিয়ে প্রেস ক্লাব, শিক্ষা ভবন হয়ে আবারো নগর ভবনের গিয়ে শেষ হয়।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

নগর ভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই তারা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।

শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নগরের বাসিন্দারা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাকে এখনো শপথ করানো হয়নি, তার ব্যাখ্যা চাচ্ছেন তারা।

তাদের দাবি, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, মশামুক্ত এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে ইশরাকের মতো জনবান্ধব মেয়র প্রয়োজন।

যতদিন ইশরাক হোসেনকে শপথ করানো না হবে, ততদিন তারা নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।