ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে দলের মনোনয়ন পেয়েছিলেন তিনি।মনোনয়ন পাওয়ার পর এলাকায় গণসংযোগ ও প্রচারণাও করেছিলেন বেশ কিছুদিন।
আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে আবু হানিফ লিখেন, ‘‘গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। এজন্য কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব প্রতিশ্রুতি নিয়ে এলাকার মানুষের কাছে গিয়েছিলাম নির্বাচন না করলেও আমার জায়গায় থেকে চেষ্টা থাকবে এলাকার মানুষের পাশে থাকার।’’
তিনি আরো লিখেন, ‘‘যেসকল সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী নির্বাচন করার জন্য সহযোগিতা করেছিল এবং ভবিষ্যতেও করার আশ্বাস দিয়েছিল তাদের কাছেও ক্ষমা চাচ্ছি, ইনশা আল্লাহ আশা করি ভবিষ্যতেও আপনাদেরকে পাশে পাবো।’’
শেষে তিনি লিখেন, ‘‘সমঝোতার পরও আমার যে সকল সহযোদ্ধা নির্বাচন করছেন তাদের জন্য শুভ কামনা। ইনশা আল্লাহ আমার জায়গা থেকে চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার।’’



