ফয়জুল করীমের আসনে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত জামায়াতের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।

নয়া দিগন্ত অনলাইন
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের |বাসস

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের।

সৈয়দ ফয়জুল করিম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে নির্বাচন করবেন।

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের একটি বৈঠক শেষে দলটির নেতা ডা. তাহের এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘সৈয়দ ফয়জুল করিমের সাথে সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। আমাদের সাথে অনেকগুলা দল যোগাযোগ করছে। কিন্তু সিট দেয়ার তো কোনো উপায় নাই যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে। আমরা বলেছি সিট পাই বা না, আসতে পারলে আসো, এ রকমও অনেক দল আছে যারা আসতে চাচ্ছে।’

ইসলামী দলগুলোর ভোটকে এক ছাতার নিচে আনার পরিকল্পনায় গত বছরের মে মাসে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য গঠনের উদ্যোগ নেয়। সে সময় পাঁচটি দল যোগ দেয় তাদের সাথে।

পরে জামায়াতে ইসলামীও এই নির্বাচনী মোর্চায় অংশ নেয়। এরপর থেকে সিদ্ধান্ত গ্রহণ, আসন সমঝোতাসহ নানা কারণে ইসলামী আন্দোলনের সাথে জামায়াতে ইসলামীর দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা দেয়। একপর্যায়ে এনসিপিসহ আরো পাঁচটি দল এই নির্বাচনী মোর্চায় যুক্ত হলে এটি ১১ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নেয়।

ডা. তাহের সাংবাদিকদের বলেন, ‘আমাদের সাথে ১১ দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি।’

তিনি জানান, ইসলামী আন্দোলনের সম্মানে তাদের নায়েবে আমিরের আসনে কোনো ক্যান্ডিডেট না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ চরমোনাইর যিনি পীর সাহেব, উনি নির্বাচন করতে চান না। ওনাদের যে নায়েবে আমির আছেন ফয়জুল করীম সাহেব, আমরা তার সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জোটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য।’

সূত্র : বিবিসি