বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শীর্ষক কার্টুন হস্তান্তর করেছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারেক রহমানকে দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো কার্টুনটি উপহার দেন তিনি।
কার্টুনিস্ট উদয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘তারেক রহমানকে নিয়ে আঁকা এমন একটি কার্টুন তার হাতে তুলে দেয়ার স্বপ্ন ছিল। আজ তা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
এ সময় বিএনপি চেয়ারম্যান কার্টুনটি গ্রহণ করে কার্টুনিস্ট উদয়কে এটি আঁকার জন্য ধন্যবাদ জানান। বাসস



