ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে জিডিপির পাঁচ শতাংশ ব্যয় করবে।
তিনি বলেন, একজন ব্যক্তির শিক্ষাগত যাত্রার বিভিন্ন পর্যায় এবং লক্ষ্যের একটি সামগ্রিক চিত্র হচ্ছে, জীবনের মানচিত্র; যা একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য রোডম্যাপের মতো কাজ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ শিহাব অডিটোরিয়ামে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি নিয়ে কলেজের শিক্ষার্থীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষা অপরিহার্য এবং ছাত্ররাই ভবিষ্যতের কাণ্ডারি। সেই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফার যে কর্মসূচি দিয়েছেন, তার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে।
সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মুহীদুল হাসানের সভাপতিত্বে সভায় ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টুকু।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণদাস, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



