যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে : ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মহাসচিব বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধান উপদেষ্টা ঘোষিত যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর দায়ভার তখন সরকারকেই বহন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
সভায় বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের
সভায় বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের

যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শনিবার (১৬ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলা) সম্ভাব্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

খেলাফত মহাসচিব বলেন, নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধান উপদেষ্টা ঘোষিত যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এর দায়ভার তখন সরকারকেই বহন করতে হবে।

তিনি আরো বলেন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এ দেশের আলেম-উলামার অবদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু গত ৫ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে আলেমদের অবদানকে বিশেষভাবে স্বীকার করা হয়নি। তিনি অবিলম্বে জুলাই ঘোষণাপত্র সংশোধন করে আলেম-উলামা, ৫৭ সেনাকর্মকর্তা, মোদিবিরোধী আন্দোলনে শহীদ দেশপ্রেমিক জনতাসহ সকল স্টেকহোল্ডারদের অবদান বিশেষভাবে উল্লেখ করার আহ্বান জানান।

সভাটি চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেখানে খেলাফত মজলিস চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক এ এস এম খুরশীদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম জোন সহকারী পরিচালকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতী শিহাবুদ্দীন, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মো: শামসুদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফা, নোয়াখালী জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু সিদ্দিক, কক্সবাজার জেলা সভাপতি মুফতী আবু মুসা, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চট্টগ্রাম মহানগরী সিনিয়র সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ ও মুফতী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা ইউনুস ফরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ।

সভায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) সংসদীয় আসনের খেলাফত মজলিসের সম্ভাব্য ৩৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সম্ভাব্য প্রার্থীদের তালিকা হলো এই-

চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম-০২: মাওলানা হাবিবুল্লাহ

চট্টগ্রাম-০৩: মাওলানা দেলোয়ার হোসাইন

চট্টগ্রাম-০৫: মুফতি শিহাবুদ্দিন

চট্টগ্রাম-০৬: হাকীম শিহাব উদ্দিন কামালী

চট্টগ্রাম-০৭: মুফতি আবুল কালাম আজাদ

চট্টগ্রাম-০৮: মাওলানা ফৌজুল আজীম চৌধুরী

চট্টগ্রাম-০৯: অধ্যাপক এএসএম খুরশিদ আলম

চট্টগ্রাম-১০: মুহাম্মদ মাঈন উদ্দীন

চট্টগ্রাম-১১: মাওলানা জালাল উদ্দীন

চট্টগ্রাম-১২: মাওলানা মাহবুবুর রহমান হানিফ

চট্টগ্রাম-১৩: মাওলানা আহমদুর রহমান

চট্টগ্রাম-১৪: মুফতি আবু তাহের তুরাবী

চট্টগ্রাম-১৫: মাওলানা হেলাল উদ্দিন জিহাদী

চট্টগ্রাম-১৬ অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ

ফেনী জেলা

ফেনী-০১: মাওলানা আজিজুল্লাহ আহমদি

ফেনী-০২: প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল

ফেনী-০৩: অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত

নোয়াখালী জেলা

নোয়াখালী-০১: হাফেজ মাওলানা আবদুল আজিজ

নোয়াখালী-০২: মাওলানা ফয়েজুল্লাহ হাবীবী

নোয়াখালী-০৩: মাওলানা মোরশেদ আলম মাসুম

নোয়াখালী-০৪: অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী

নোয়াখালী-০৫: মাওলানা আলী আহমদ

নোয়াখালী-০৬: মাওলানা কামারুল হুদা

লক্ষ্মীপুর জেলা

লক্ষ্মীপুর-০১: মাওলানা মোহাম্মদ ইসহাক

লক্ষ্মীপুর-০২: মাওলানা আবদুল করিম ছিদ্দিকী

লক্ষ্মীপুর-০৩ মোহাম্মদ গোলাম মোস্তফা

লক্ষ্মীপুর-০৪ অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান

কক্সবাজার জেলা

কক্সবাজার-০১: অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা

কক্সবাজার-০২: মুফতি আবু মুসা

কক্সবাজার-০৩: এডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম

কক্সবাজার-০৪: মাওলানা মুহাম্মদ তাহের

বান্দরবান জেলা: মাওলানা আসগর হোসাইন

রাঙ্গামাটি জেলা: মোঃ আব্দুল আওয়াল

প্রেস বিজ্ঞপ্তি