পঞ্চগড়ে সারজিস, রংপুরে আখতার, কুমিল্লায় হাসনাত

এনসিপি প্রথম ধাপে পঞ্চগড়-১ এ সারজিস আলম, কুমিল্লা-৪ এ হাসনাত আবদুল্লাহ ও রংপুর-৪ এ আখতার হোসেনকে মনোনয়ন দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন
সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন |সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রাথমিক তালিকা অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও রংপুর-৪ আসন থেকে দলটির সদস্য সচিব আখতার হোসেন এনসিপির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ বুধবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন থেকে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।